আদালত প্রতিবেদক: কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুর ১২ টার দিকে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৯ জুলাই) বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে। আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন।
এদিকে আজ দুপুরে ছাত্ররা আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দুপুর থেকে এ কর্মসূচি চলবে।
বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা