বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া মহাসড়কে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (২৯ জুলাই) বিকালে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাকসুদ আহমদ।
নিহতদের একজন ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো.মারুফ ও অপর যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালের দিকে চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানের সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনার মুখামুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে ওসি মাকসুদ বলেন, নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনএ/এমএফ