30 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ

রাজধানীর প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ

পুলিশ

বিএনএ ডেস্ক: রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা রোধে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও দুই দলের নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি, রাস্তাও ছিলো ফাঁকা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর অন্যতম প্রবেশমুখ আমিনবাজারে ব্যাপক সংখ্যক পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়। এসময় নিয়মিত চেকপোস্ট আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে সাজোয়াযানসহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।

তবে বিএনপি কিংবা অন্যদলের কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। আর ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কও ছিলো ফাঁকা।

অপরদিকে আশুলিয়ার ধউর এলাকায় গুরুত্বপূর্ণ রাজধানীর আরেকটি প্রবেশমুখেও একি চিত্র লক্ষ করা গেছে। এখানেও পুলিশের সতর্ক অবস্থান থাকলেও দেখা যায়নি বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত আছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ