17 C
আবহাওয়া
৬:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ঢাবি ‘ক’ ইউনিটের মৌখিক পরীক্ষা ৫-৭ আগস্ট

ঢাবি ‘ক’ ইউনিটের মৌখিক পরীক্ষা ৫-৭ আগস্ট

ঢাবি 'ক' ইউনিটের মৌখিক পরীক্ষা ৫-৭ আগস্ট

বিএনএ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ৫ আগস্ট থেকে শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মেধা তালিকার ক্রম অনুসারে সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেড শীট, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম নিয়ে আসতে বলা হয়েছে।

এছাড়া সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে যেসব শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেবে কেবল তারাই ৫ ও ৬ আগস্টের পরিবর্তে ৭ আগস্ট সাক্ষাৎকারের সুযোগ পাবেন।

বিবৃতিতে জানানো হয়, ফার্মেসি অনুষদের খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলায় সম্মেলন কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ