36 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » এবার রাজশাহী রেলওয়ে স্টেশনে রনি

এবার রাজশাহী রেলওয়ে স্টেশনে রনি

এবার রাজশাহী রেলওয়ে স্টেশনে রনি

 

বিএনএ ডেস্ক: রেল খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে যাত্রীদের সচেতন করতে এবার রাজশাহীতে প্রচারণা শুরু করেছেন ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রেলখাতের সকল অনিয়ম দূর করতে ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে লিফলেট বিতরণ, প্রতিবাদী গান ও পারফর্মিং আর্টের মাধ্যমে রেলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানান তিনি।

এ সময় রনির সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৪ শিক্ষার্থী। লিফলেটের মাধ্যমে তারা ভোক্তা অধিকার সংরক্ষণ ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম বরাবর অভিযোগ দায়ের করার প্রক্রিয়া সম্পর্কে যাত্রীদের সচেতন করেন। রেল খাতের দুর্নীতি দূর করতে দেশের প্রতিটি স্টেশনে এমন প্রতিবাদ ও সচেতনামূলক কর্মসূচি পালন করার কথা জানান রনি।

এর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। রেল খাতের দুর্নীতি রোধে ছয় দফা দাবি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ