15 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » দুই নায়কের একমাত্র ‘নায়িকা’ পপি

দুই নায়কের একমাত্র ‘নায়িকা’ পপি

পপি

বিনোদন ডেস্ক:ঢাকাই ছবির চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি আড়ালে যাওয়ার আগে পুরোপুরি প্রস্তুতকৃত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেটি এবার দাঁড়িয়েছে মুক্তির লাইনে। সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন, আগামী নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছিলেন এই চিত্রনায়িকা। আড়ালে যাওয়ার আগে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন পপি।

তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, এটি তার অভিনয় জীবনের ভালো একটি সিনেমা। যাতে তিনি সাবলীল অভিনয় করেছেন। আমিন খান ও ইমন- এই দুই নায়কের একমাত্র নায়িকা হিসেবে তিনি এ সিনেমায় অভিনয় করেছেন। কথা ছিল সিনেমাটি মুক্তির আগে এটির প্রচারণায় অংশ নেবেন। কিন্তু অন্তরালবাসিনী হওয়ার কারণে সিনেমাটির পরিচালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। তারপরও পরিচালক সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী।

এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, পপির সঙ্গে এখন যোগাযোগ নেই আমার। তবে তা না থাকলেও এ সিনেমায় সে আন্তরিকভাবে অভিনয় করেছে; যা মুক্তিপেলেই দেখতে পাবেন দর্শক। করোনার কারণেই এটির মুক্তি দিতে দেরি করছি আমি। আশা করছি নির্ধারিত সময়েই এটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে সবাই।

এদিকে আগের মতোই মিডিয়া থেকে বিচ্ছিন্ন পপি। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছেন, পপি রাজধানীর অভিজাত এলাকায় বসবাস করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ