21 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাতেই ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসছে

রাতেই ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসছে

চট্টগ্রামে সিনোফার্মের টিকা আসছে শুক্রবার

বিএনএ, ঢাকা : আজ রাতে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনটি ফ্লাইটে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমাবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন,  আজ রাত ১০টা, রাত ১টা এবং ভোর ৩টায় মোট তিনটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালান আসবে।

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়।
এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ