25 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ফকিরাপুলে দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরাপুলে দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা :রাজধানীর ফকিরাপুলে মিতালী আবাসিক হোটেল থেকে রাকিব হোসেন (১৮) নামে এক দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
মৃত রাকিবের বাবা মোহাম্মদ হিমু জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় হারজী গ্রামের বাড়ী। দুই ভাই-বোনের মধ্যে রাকিব ছিল বড়। বর্তমানে পরিবারের সঙ্গে কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় থাকত। পুরান ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করত রাকিব।
মৃতের বাবা আরও জানান, ২০/২৫ দিন আগে রাকিব গ্রামের বাড়ি পিরোজপুরের যায়।ঈদের দুইদিন পর সে গ্রাম থেকে ঢাকায় আসে। তবে, ঢাকায় এসে কোথায় ছিল তা জানি না। পরশুদিন তার মাকে ফোন দিয়ে ক্ষমা চায় সে, মা আমাকে মাফ করে দিও। তার পর থেকে অনেক চেষ্টা করেও তার মোবাইলফোনে যোগাযোগ করে পাচ্ছিলাম না। আজ পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে আমার ছেলের লাশ সনাক্ত করি।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, হোটেলের ম্যানেজার মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে ৭ নম্বর ফকিরাপুল নিউ মিতালী আবাসিক হোটেলের চারতলার ৪০৪ নম্বর রুমের দরজা ভেঙে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। রুমের ভেতর ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল রাকিব।
তিনি আরও জানান, গত ২৬ জুলাই দুপুর ২ টার দিকে তিনি ওই হোটেলে ওঠেন। তারপর থেকে হোটেলে অবস্থান করছিলেন। মঙ্গলবার সকাল ৯টার পর থেকে তিনি হোটেলের রুমের বাইরে বের হয়নি। এজন্য আজ সকাল ৮টার দিকে হোটেল বয় তার রুমে নক করেন। কোন সাড়াশব্দ না পেয়ে পরে তারা থানায় খবর দেয়। হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর বিষয়টি বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
বিএনএ/আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ