16 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » মান্দালায় রেঁস্তোরা মালিক দম্পতিকে গুলি করে হত্যা

মান্দালায় রেঁস্তোরা মালিক দম্পতিকে গুলি করে হত্যা

মান্দালায় রেঁস্তোরা মালিক দম্পতিকে গুলি করে হত্যা

বিএনএ, মিয়ানমার ডেস্ক: মিয়ানমারের মান্দালায় রেঁস্তোরা মালিক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে মিনজিন শহরের ”বোম্বে ইন্ডিয়ান রেঁস্তোরা’য় যাবার পথে তাদের অজ্ঞাত বন্দুকধারীরা দুর থেকে গুলি করে হত্যা করে।

হত্যার ঘটনার জন্য বিভিন্ন গ্রুপকে দায়ি করা হচ্ছে। তবে ওই দম্পতি সরকার বা বিরোধী দল কারো প্রত্যক্ষ সহযোগি বা সমর্থক নয়।নিহত দম্পতির ২ ও ৭বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

তবে সরকার বিরোধী আন্দোলনকারীরা দাবি করছেন, সরকারের গুপ্তচররা এই হত্যাকান্ডের জন্য দায়ি। গোপন স্থান থেকে ওই দম্পতিকে গুলি করে হত্যা করা হয়।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ