27 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - জুলাই ৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় নিহত ৩

রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় নিহত ৩

দুর্ঘটনা

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৯ জুন) সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

তবে হতাহতদের পরিচয় জানা যায় নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ