বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিকআপ ভর্তি বিদেশি মদসহ আমির হোসেন (১৯) নামে পিকআপ চালককে আটক করেছে পুলিশ। এসময় পিকআপ থেকে ১৭ লাখ টাকা মূল্যের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটক পিকআপ চালক আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা ও রাঙ্গাদিয়া পুলিশ ফাড়ির এসআই সোলাইমানের নেতৃত্বে গোবাদিয়া সড়কে একটি পিকআপ অভিযান চালানো হয়। এ সময় ওই পিকআপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএনিউজ/নাবিদ/রেহানা/হাসনা