বিএনএ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল কক্সবাজারের রিসোর্টে পরিণত হয়েছে। হাইকোর্টে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (২৯ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের শুনানি হয়। হারুন-অর-রশীদের স্বাস্থ্য পরীক্ষায় বিএসএমএমইউকে বোর্ড গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে গত ৯ জুন হারুন-অর-রশীদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। ডেসটিনির গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় হারুন-অর-রশীদকে চার বছরের সাজা দিয়েছে নিম্ন আদালত।
বিএনএ/ এ আর