25 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়িতে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

যাত্রাবাড়িতে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি ধলপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ ইসলাম (৩৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ধলপু্র কমিউনিটি সেন্টারের সামনে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোহাগের বাড়ি গাজিপুরের কাপাসিয়া উপজেলার নামিলা গ্রামে। তাঁর বাবার নাম হজরত আলী। এক সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

উপ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, সোহাগ কনস্টেবল হিসাবে পরিবহন শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তেজগাঁ এসি পেট্রোলের গাড়ি চালাতেন এবং পরিবার নিয়ে যাত্রাবাড়ি এলাকায় থাকতেন।

তিনি জানান, ডিউটি শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে তাকে পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে দ্রুত স্থানীয় মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ