22 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট অনুমোদন

জাবিতে ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট অনুমোদন

আগের নিয়মেই পরিক্ষা হচ্ছে জাবিতে, হচ্ছে না সিলেকশন

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার(২৯ জুন) জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞোপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞোপ্তিতে জানান, গত ২৭ জুন অনুষ্ঠিত ষিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে ২০২১-২০২২ অর্থবছরের জন্য এই বাজেট ঘোষণা হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভায় ২০২০-২০২১ সালের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বাজেট উপস্থাপন করেন। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, সিন্ডিকেটের অন্যান্য সদস্য এবং সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সভায় উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ