25 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৮

চট্টগ্রামে করোনা : একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৮


বিএনএচট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় ( রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষায় ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ২২৬ জন এবং উপজেলায় ১৪২ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৩৬৫ জন। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরে ১ জন এবং উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় ৪০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২৫টি নমুনা পরীক্ষায় ১১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ৩৭ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৪টিটি নমুনা পরীক্ষায় ২ জন,  জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৬৩টি নমুনা পরীক্ষায় ২৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ১১ জন, এপিক হেলথ কেয়ারে  ৩৭টি নমুনা পরীক্ষায় ১৬ জন এবং এন্টিজেনে ৭১টি নমুনা পরীক্ষায় ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিন  পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৬৮ জন বেড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩৬৫ জন। যাদের মধ্যে নগরে ৪৫ হাজার ৫৮৩ জন এবং উপজেলায়  ১২ হাজার ৭৮২ জন। একই সময় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৬৯১ জন। যাদের মধ্যে নগরে ৪৭০ জন এবং উপজেলায় ২২১ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ