29 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ৫৯ শতাংশ প্রবাসীর ভোট পেয়েছেন এরদোগান

৫৯ শতাংশ প্রবাসীর ভোট পেয়েছেন এরদোগান


বিএনএ, বিশ্বডেস্ক :দ্বিতীয় দফায়  তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে  ৫৯ শতাংশ প্রবাসীর ভোট পেয়েছেন  রিসেপ তাইয়েপ এরদোগান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন প্রবাসীদের ৪০.৯ শতাংশ ভোট।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্যানুযায়ী, ৩৪ লাখ প্রবাসী ভোটারের মধ্যে ১৯ লাখ ভোটার দ্বিতীয় দফা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গত বুধবার পর্যন্ত তুরস্কের দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসী তুর্কিদের ভোট নেওয়া হয়। গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ১৮ লাখ ৩৯ হাজার ৪৭০ জন প্রবাসী তুর্কি ভোটার ভোট দিয়েছিলেন।

।প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় প্রবাসীদের ভোট বেড়েছে ৭২ হাজার ৫৩০টি। প্রবাসীদের জন্য গত ২০ মে থেকে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু করে তুরস্কের দূতাবাসগুলো।

প্রবাসীদের ভোটগ্রহণের জন্য তুরস্কের দূতাবাসগুলোতে ৩ হাজার ৪৬১টি ব্যালট বাক্স স্থাপন করা হয়।

উল্লেখ্য, রোববার তুরস্কে দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান।তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৪ শতাংশ ভোট।

৯৯.৪৩ শতাংশ ভোট গণনা শেষে এরদোগান ৫২.১৬ শতাংশ ভোট পাওয়ায় এক সংবাদ সম্মেলনে তাকে বিজয়ী ঘোষণা করেছেন তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারম্যান আহমেত ইয়েনার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ