বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ থেকে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ মে) রাতে সাবরাং ইউনিয়নের লবণ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লবণ মাঠের আইলে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল। কিছুক্ষণ পর টহলদল ৪-৫ জন ব্যক্তিকে নাফনদী পার হয়ে বস্তা হাতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় বস্তাগুলো ফেলে পালিয়ে যায় তারা । চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩টি বস্তা থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি কর্মকর্তা আরো জানান, জব্দ মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।