17 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আই‌সি‌টি মামলায় বঙ্গবন্ধু স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি গ্রেপ্তার

আই‌সি‌টি মামলায় বঙ্গবন্ধু স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি গ্রেপ্তার

আই‌সি‌টি মামলায় বঙ্গবন্ধু স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি গ্রেপ্তার

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি শহিদুল ইসলাম প্রকাশ শাহরিয়ার চৌধুরী সোহেলকে গ্রেপ্তার করেছে।শনিবার (২৮ মে) রাত ১১ বারইয়ারহাট পৌরসভার ওয়াপদা রোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি উল্লাহ কেরানী বাড়ির মৃত শফি উল্লার পুত্র। এছাড়া তিনি হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন।

জানা গে‌ছে, দে‌শের রে‌মি‌ট্যান্স যোদ্ধা সিআই‌পি খান না‌মে এক প্রবাসী ব‌্যবসা‌য়ির না‌মে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে মানহা‌নিকর প্রচারণা ক‌রেন শাহরিয়ার সহ এক‌টি মহল। ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সিআই‌পি খান ৩০ জন‌কে আসামী ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হো‌সেন মামুন জানান, শহিদুল ইসলাম প্রকাশ শাহরিয়ার চৌধুরী সোহেল সাইবার ট্রাইবুনাল মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং ২৪৫/২১।

তিনি আরও বলেন, তাকে আজ রোববার (২৯ মে) আদালতে চালান করা হয়েছে।

বিএনএ/ আশরাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ