বিএনএ, কুবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।
রোববার (২৯ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬’র ছয় দফা, ১৯৬৯’র গণঅভ্যূত্থান, ১৯৭০’র নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও জননেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করতে সবার আগে রাজপথে রক্ত দিয়েছিল। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ছাত্রদলের ক্যাডারদের ম্যাসেজ দিতে চাই আপনাদের শুধু চামড়া না, আপনাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগকে নিয়ে কটুক্তি করলে ছাত্রদল-শিবিরদের পিঠের চামড়া থাকবেনা এমন হুঁশিয়ারি দিয়ে আমরা স্লোগান দিই। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া উপাচার্যের একটি বক্তব্য খুবই সেন্সেটিভ ছিল। যেখানে সারাদেশ উত্তাল, ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীদের মধ্যে শঙ্কা বিরাজ করছে, তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে রাষ্ট্রদ্রোহ সৃষ্টি হচ্ছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন বক্তব্য কিসের ইঙ্গিত বহন করে? তিনি কিসের দলীয় আদর্শ বহন করে, সেটা বোধগম্য নয়। সেটির সুস্পষ্ট ব্যাখ্যা চাইবো আমরা উপাচার্যের কাছে। আমরা আওয়ামীলীগের নীতি-নির্ধারণী পর্যায়ে এ বিষয়ে আলোচনা করবো।
এ সময় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিবসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনএ/ হাবিবুর রহমান হাবিব, ওজি