18 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ট্রাকে উঠার সময় পড়ে যুবকের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে মো. সোলায়মান (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। রোববার (২৯ মে) সকাল ৮টায় বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার একটি কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোলায়মান পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মৃত ইসমাইল সওদাগরের ছেলে। তিনি বন্দরের শ্রমিক ছিলেন।

নগরীর বন্দর থানার এসআই মো. হাসান বলেন, সর্বশেষ গত ২৬ মে স্থানীয়রা তাকে দেখেছিলেন। সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে লোহার এ্যাঙ্গেলের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টায় গলায় ফাঁস দেওয়া এক শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ