বিএনএ বিশ্ব ডেস্ক: করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির দৌরাত্ম্য এখনো থাকলেও তা অনেকটাই কম।
গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৬৬৪ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৯৯ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ২১ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৩২৩ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২৭০ জনের বেশি মানুষ।
২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ১১ হাজার ৫৯৫ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৭ লাখ ১১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৪১ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ২৫৯ জনের।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ