বিএনএ, কুমিল্লা : কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামে ঘেরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পাশ্ববর্তী মাছের ঘেরে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন, লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ির মো. রুবেলের ছেলে জিহাদ (৭), ও একই গ্রামের হাজী বাড়ীর মো. আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।
স্থানীয় সূত্র জানায়, তাদের দুজনকে সোমবার বিকেল থেকে খোঁজে পাওয়া যায়নি। পরিবার ও আসপাশের লোকজন মিলে সারারাত ধরে অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। ভোরে পাশ্ববর্তী মাছের ঘেরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা বলেন, ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।