বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনায় হাওর অঞ্চলে অসহায় কৃষকের কয়েকটি জমির পাকা ধান কেটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চলমান কর্মসূচির অংশ হিসেবে অসহায় কৃষকের জমির ধান কেটে দেওয়া হয়।
জেলা সদরের শিমুলজানি গ্রামের কৃষক নূরুল ইসলাম খান। পাকা ধান নিয়ে শ্রমিক সংকটের কারণে কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। তিনি বলেন, একজন শ্রমিককে রোজ এক হাজার টাকা দিতে হয়। একদিকে শ্রমিক সংকট ও অন্যদিকে হাতে টাকা না থাকায় ধান কাটতে পারছিলাম না। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজারে বসে এ নিয়ে কথা বলছিলাম।
এসময় একজন ছাত্র ফোন করে যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষাকে বিষয়টি জানায়। পরে শুক্রবার সকাল থেকে ২০ জনের মতো নেতাকর্মী এসে আমার একটি ক্ষেতের পাকা ধান কেটে দিয়ে যায়।
যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষার বলেন, আমরা জানতে পারি কৃষক নূরুল ইসলাম খান শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না। আবহাওয়ার পূর্বাভাসে আগাম বন্যা শিলাবৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা থাকায় আমরা নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে জমির ধান কেটে দিয়েছি।
বিএনএনিউজ24, ফেরদৌস আহামেদ বাবুল, বিএম