33 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » সিঙ্গাপুরকে হারালেই পরের রাউন্ডে খেলা নিশ্চিত

সিঙ্গাপুরকে হারালেই পরের রাউন্ডে খেলা নিশ্চিত

সিঙ্গাপুরকে হারালেই পরের রাউন্ডে খেলা নিশ্চিত

বিএনএ, স্পোর্টস ডেস্ক: মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে রোববার (৩০ এপ্রিল) জিততেই হবে। ড্র করলে স্বাগতিক সিঙ্গাপুর ও বাংলাদেশের পয়েন্ট সমান চার হবে। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরের রাউন্ডে যাবে।

এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। রোববার সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ডি-গ্রুপের শেষ ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা।

প্রবাসী বাংলাদেশিরা আগের ম্যাচে লাল-সবুজ পতাকা হাতে রুমা আক্তারদের উৎসাহ দিতে মাঠে এসেছিলেন। তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারানোয় তাদের আগ্রহ আরও বেড়েছে। তাই টিকিটের জন্য হাহাকার।

কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, সিঙ্গাপুরে আমরা প্রচুর বাংলাদেশি ভাইদের সমর্থন পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। আশা করি, আগামীকালও এমন সমর্থন পাব। জয়ের ব্যাপারে আশাবাদি কোচ বলেন, টুর্নামেন্টের পরবর্তী পর্বে খেলতে হলে আমাদের জিততে হবে। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব।

এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) সিঙ্গাপুর-তুর্কমেনিস্তানের ম্যাচ দেখেছে বাংলাদেশ দল। স্বাগতিক দল সম্পর্কে গোলাম রব্বানী বলেন, ওরা যথেষ্ট ভালো দল। কয়েকজন খেলোয়াড় টেকনিক্যালি খুব ভালো। আমরা নিজেদের খেলাটাই খেলতে চাই।

অধিনায়ক রুমা আক্তার বলেন, আমরা সিঙ্গাপুরের বিপক্ষেও স্বাভাবিক খেলা উপহার দিতে চাই। দেশবাসির কাছে দোয়া চাই। কানন বালা বলেন, দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই। এখানে সমর্থন পেলে ভালো ফল দিতে পারবো।

সুরভী আকন্দ প্রীতির গোড়ালিতে সামান্য চোট। সেটা অবশ্য গুরুতর নয়। এছাড়া সবাই সুস্থ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ