19 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সুদান থেকে আরও বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি

সুদান থেকে আরও বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি


বিএনএ, বিশ্বডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে দুই বাহিনীর তীব্র লড়াইয়ের মাঝে আটকে পড়া আরও কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরব। শনিবার (২৯ এপ্রিল) সৌদি আরবের উদ্ধারকারীরা তাদরে উদ্ধার করে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ আমানা শনিবার প্রায় ১ হাজার ৯০০ জনকে নিয়ে রাজধানী জেদ্দার কিং ফয়সাল নৌ ঘাঁটিতে পৌঁছেছে। এর মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। তবে ঠিক কতজন বাংলাদেশিকে সৌদি আরব উদ্ধার করেছে সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশিসহ ৫২ জন বিদেশিকে নিয়ে ওমান থেকে জেদ্দায় আসে সৌদির নৌবাহিনীর অপর একটি জাহাজ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে আরও জানায়, রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, শনিবার (২৯ এপ্রিল) সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতদের জেদ্দায় আনা হয়েছে। যার মধ্যে ২০ জন সৌদি আরবের নাগরিক রয়েছেন। আরও প্রায় ১ হাজার ৮৬৬ জনকে উদ্ধার করে আনা হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশ, থাইল্যান্ড, সুইডেন, কেনিয়া, তিউনিসিয়া, ইরাক, লিবিয়া, মরক্কো, জর্ডান, মরিশানিয়া, অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, গাম্বিয়া, ইরিত্রি, মালাওই, মেসেডোনিয়া, ফ্রান্স,

ভারত, নরওয়ে, ফিলিস্তিন, ইয়েমেন, যুক্তরাষ্ট্র, সিরিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, তানজানিয়া, ইরান, পাকিস্তান, কানাডা, রাশিয়া, পানামা, ইকুয়েডর, আয়ারল্যান্ড, গ্রিস, ভিয়েতনাম, নেপাল, বসনিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, ঘানা, জিম্বাবুয়ে, বুরুন্ডি, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিয়ন, যুক্তরাজ্য, বেলজিয়াম, বেনিন, নেদারল্যান্ডস, মিসর, সুদান, মরিশাস, মিয়ানমার, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, তুরস্ক, ইতালি, ইথিওপিয়া, চাঁদ, রোমানিয়ার নাগরিক এবং জাতিসংঘের কয়েকজন সদস্য রয়েছেন।

সৌদির দাবি, সুদানে ১৫ এপ্রিল সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সেনাদের মধ্যে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ৪ হাজার ৮৭৯ মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সৌদি কিংডমের নাগরিক হলেন ১৩৯ জন। বিশ্বের ৯৬টি দেশের নাগরিক উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৭৩৮ জন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ