32 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - জুন ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে দিঘি থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে দিঘি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে তরুণের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের এনায়েত বাজার এলাকার রাণীর দিঘি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছরের মতো। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোছাইন গণমাধ্যমকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে এনায়েত বাজার এলাকার রাণীর দিঘি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। মরদেহটি রাণীর দিঘীতে ভাসছিল। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো কারণে পুকুরে নেমে ডুবে গিয়ে প্রাণ হারান ওই যুবক।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ