18 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম রেলষ্টেশনে ৫ ছিনতাইকারী আটক

চট্টগ্রাম রেলষ্টেশনে ৫ ছিনতাইকারী আটক


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ঈদকে সামনে রেখে বিশেষ অভিযানে ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তাদেরকে আটক করা হয়।
র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে, কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রেলষ্টেশন রোডস্থ হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে পাকা রাস্তার উপর জড়ো হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৫ ছিনতাইকারীকে আটক করে।এসময় তাদের কাছে থাকা ছোরা, চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা  ঈদ উপলক্ষে ঘরমুখী সাধারণ মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটক করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এ সময় মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাই করে তারা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ