17 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঈদ সামগ্রী বিতরণ

প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঈদ সামগ্রী বিতরণ


বিএনএ, কুবিঃপ্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলী ও বন্ধুদের সহযোগিতায় কুমিল্লা রেলস্টেশনে সুবিধা বঞ্চিত শিশুসহ ২৫ পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন প্রথম আলো বন্ধুসভা কুবির সাধারণ সম্পাদক ঐশী ভৌমিক।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই,চিনি,চাল, আলু,পেয়াজ। সবার মুখে একটু খানি হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য।

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নিয়ে প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ঐশী ভৌমিক বলেন, ‘ঈদের আনন্দ যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায় সেজন্য আমাদের এই উদ্যোগ। এই উপহার পেয়ে তারা একটু হলেও ঈদের আনন্দ উপভোগ করবে। আশাকরি আমরা প্রতিটি প্রধান উৎসবেই এমন উপহার সামগ্রী সুবিধাবঞ্চিতদের মাঝে পৌঁছে দিতে পারবো।

বিএনএ/  হাবিবুর,ওজি

Loading


শিরোনাম বিএনএ