বিএনএ, ঢাকা: সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরুতে জয়শঙ্কর সেদিন বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে দু’দেশের যোগাযোগ ব্যবস্থাপনায় আরও জোর দেয়ার পাশাপাশি সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এরপর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোমেন-জয়শঙ্কর। আধ ঘণ্টার কম সময় অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা তিস্তার পানি বণ্টন ইস্যু খুব দ্রুত স্বাক্ষরের পাশাপাশি দু’দেশের অমীমাংসিত ইস্যুগুলোও সমাধানে জোর দেয়। অন্যদিকে নয়া দিল্লি যোগাযোগ, জলবিদ্যুৎসহ অন্যান্য খাতে শক্তিশালী উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেয়।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেন জয়শঙ্কর। গত বছরের মার্চে শেষ বার ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এটি ছিল জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর।
বিএনএ/ এ রহমান