18 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঈদের দিন চলবে ২ স্পেশাল ট্রেন

ঈদের দিন চলবে ২ স্পেশাল ট্রেন

ঢিলের আঘাতে ট্রেন চালক আহত

বিএনএ, ঢাকা: ঈদের আগের দিন পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এ ছাড়া ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতে যাওয়ার জন্য দুটি স্পেশাল ট্রেন চলবে।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মো. আমিনুল হক এ তথ্য জানান। আমিনুল হক বলেন, ঈদের আগ পর্যন্ত ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ঢাকা-খুলনা-ঢাকা এই দুটি ট্রেন স্পেশাল হিসেবে যাতায়াত করছে।

ঈদের দিন ভোর থেকে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাতে মানুষের উপস্থিতি সহজ করতে ঈদের দিন আরও দুটি স্পেশাল ট্রেন চলবে। এর একটি হচ্ছে ভৈরব থেকে কিশোরগঞ্জ, আরেকটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ। এই ট্রেন শুধু ঈদের দিনই চলবে। এদিকে আজ শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ২০টি ট্রেন ঢাকা ছেড়েছে বলে জানান স্টেশন মাস্টার।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ