18 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় স্বর্ণ খনিতে দুর্ঘটনায় নিহত ১২

ইন্দোনেশিয়ায় স্বর্ণ খনিতে দুর্ঘটনায় নিহত ১২


বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ স্বর্ণ খনিতে দুর্ঘটনায় সেখানে কর্মরত ১২ নারী শ্রমিক নিহত হয়েছেন। ভূমিধসে মাটি চাপা পড়ায় তারা প্রাণ হারান। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরের পর উত্তর সুমাত্রার মান্দাইলিং নাতাল জেলায় একটি পাহাড় ধসে চাপা পড়ে ৩০ থেকে ৫৫ বছর বয়সের ১২ নারী শ্রমিক নিহত হন। তারা সেখানে পরিত্যক্ত একটি অবৈধ খনি থেকে স্বর্ণ সংগ্রহের জন্য মাটি খনন করছিলেন।

তাদের সাথে কাজ করা অপর দুই নারী এ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান এবং তারা গ্রামে ফিরে এ ঘটনার বিষয় কর্তৃপক্ষকে জানায়।

খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

রাজাগুকগুক বলেন, ‘এসব নারীর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গত বছর সুলায়েসি দ্বীপের পারিগি মউতংয়ে একটি অবৈধ স্বর্ণ খনি ধসে ছয় শ্রমিক প্রাণ হারায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ