18 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সাজেকে ৬ দিন কটেজ বন্ধ

সাজেকে ৬ দিন কটেজ বন্ধ


বিএনএ, খাগড়াছড়ি : আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের অবকাশে সাজেক ভ্যালি আসছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই সময়ে তার নিরাপত্তা হিসাবে বাড়তি সতর্কতার জন্য আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি কটেজ সব পর্যটকদের জন্য খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সমিতির ফেসবুক পেজে লেখা হয়, ‘এতদ্দ্বারা সকল রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের সাজেক সফর উপলক্ষে আগামী ০৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট  সকলের সহযোগিতা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, মহামান্য রাষ্ট্রপতি সাজেকে আগমনের কারণে তার নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয় সে জন্য প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে আমরা আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ