16 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানসিটি

পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানসিটি

পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানসিটি

বিএনএ ক্রীড়া ডেস্ক:উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের খেলায় পিএসজির বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোল ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এ জয়ের ফলে ফাইনালে এক পা দিয়ে রাখল প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।

বুধবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৫ মিনিটে গোলের দেখা পায় পিএসজি। আঞ্জেল ডি মারিয়ার দারুণ কর্নারে লাফিয়ে কোনাকুনি হেডে দলকে এগিয়ে নেন অধিনায়ক মার্কিনিয়োস।

প্রতিপক্ষের বিপজ্জনক সব আক্রমণ সামলে পাল্টা জবাব দেয়ার চেষ্টা করে যায় ম্যানচেস্টার সিটি। ২১ মিনিটে বার্নার্দো সিলভার প্রচেষ্টা পিএসজি গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেনি । খানিক পর ডি মারিয়ার দারুণ পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নেইমার। নষ্ট হয়ে যায় ব্যবধান দ্বিগুণ করার সুযোগ।

৪২ মিনিটে প্রথম নিশ্চিত সুযোগ পায় সিটি। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন ফিল ফোডেন। পাঞ্চ করে ফেরান কেইলর নাভাস।

বিরতির পর কিছুটা কমে আসে ম্যাচের গতি । এর মাঝেই ৬৪ মিনিটে সমতায় ফেরে ইংলিশ ক্লাবটি। ছোট কর্নারে বল ধরে বাঁ দিক থেকে দারুণ এক ক্রস বাড়ান ডে ব্রুইনে। বল সবার ওপর দিয়ে গিয়ে এক ড্রপে খানিকটা বাঁক নিয়ে দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়।৭১ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। মাহরেজের ফ্রি কিকে বল লাফিয়ে ওঠা রক্ষণ প্রাচীরে কিম্পেম্বে ও লেয়ান্দ্রো পারেদেসের মাঝ দিয়ে ঠিকানা খুঁজে পায়। এরপর আর কোনো গোল হয়নি।

এদিকে, অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ার কারণে অনেকটাই এগিয়ে রইল ম্যান সিটি। ৫ মে দ্বিতীয় লেগের ম্যাচে  ড্র করলে কিংবা ১ গোল ব্যবধানে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেট তারাই পাবে। অন্যদিকে, টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে হলে পিএসজিকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ম্যান সিটির মাঠে তাদের অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে ।

এর আগে প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ-চেলসি মধ্যকার ম্যাচটি। ফাইনালে উঠতে হলে  জিনেদিন জিদানের শিষ্যদের জয়ের কোনো বিকল্প নেই। আর গোলশূন্যতে ড্র করলেই ফাইনালে উঠবে টমাস টুখেলের শিষ্যরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ