বিএনএ, চট্টগ্রাম : হেফাজত ইসলাম বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ২০ দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির মুফতি ইজাহারের ছেলে।
রাত ১টার দিকে মুফতি হারুন ইজহার তার ফেসবুক পেজে নিজের গ্রেপ্তারের বিষয়টিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছেন। এতে লিখেছেন তিনি ‘শাইখুনা! আল্লাহর আমানতে…!ফি আমানিল্লাহ।’ সেই পোস্টের কমেন্টসে তার গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার শত শত অনুসারী।
তবে, তার গ্রেপ্তারের বিষয়টি র্যাব এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তার বিরুদ্ধে হেফাজতের নাশকতা ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে ৫ জন আহত হয়েছিল। এদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ওই মাদ্রাসা থেকে উদ্ধার করেছিল ৪টি তাজা গ্রেনেড এবং ১৮ বোতল এসিড। ওই সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি।
বিএনএনিউজ/আমিন