27 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১, ২০২৫
Bnanews24.com
Home » ৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

বিএনএ, পঞ্চগড়: ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) সকাল থেকে টানা ৮ দিনের ছুটি শুরু হয়েছে পঞ্চগড়ের বংলাবান্ধা স্থলবন্দরে। এই সময়ে দেশের একমাত্র চতুর্দেশীয় এই শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি রপ্তানি হবে না। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাবন্ধা স্থলবন্দর লিমিটেড ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এসব তথ্য নিশ্চিত করেছে।

বন্দর সূত্র জানায়, শনিবার (২৯ মার্চ) সকাল থেকে টানা আট দিনের জন্য বন্ধ হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। ঈদ ও সরকারি ছুটির কারণে ৫ এপ্রিল পর্যন্ত আমদানি রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের আমদানি রপ্তানিকারকদের সঙ্গে ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ এপ্রিল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, ভুটান ও নেপালের বিভিন্ন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হয়। উভয় দেশের ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে আট দিন বন্ধের সিদ্ধান্ত হয়।

স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের (আইপিসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঈদ ও সরকারি ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট কখনো বন্ধ হয় না। ছুটির সময়ে চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের বৈধ ভ্রমণকারীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ