23 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩৬

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩৬


বিএনএ বিশ্বডেস্ক : সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায়  অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন।  শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানা যায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে চালানো হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও আহত হয়েছেন।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।

এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়।

গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনোই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ