21 C
আবহাওয়া
১১:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ‘বাংলাদেশের আবহাওয়া গরু পালনে সহায়ক’: অ্যাটাচ মেগান ফ্রাস্কিক

‘বাংলাদেশের আবহাওয়া গরু পালনে সহায়ক’: অ্যাটাচ মেগান ফ্রাস্কিক

ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এগ্রিকালচারাল অ্যাটাচ মেগান ফ্রাস্কিক

 সাভার প্রতিনিধি: ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এগ্রিকালচারাল অ্যাটাচ মেগান ফ্রাস্কিক বলেছেন, গরু পালনের জন্যে বাংলাদেশের আবহাওয়া অনেক সহায়ক। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সাভারের কেন্দ্রীয় গ্রো-প্রজনন দুগ্ধ খামারে আমেরিকান ফিজিয়াম গরুর খামার পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

মেগান ফ্রাস্কিক বলেন,আমেরিকা সরকার সবসময় বাংলাদেশের প্রতি যেকোন বিষয়ে খেয়াল রাখে ও সবসময় সাহায্য সহযোগীতা করে। পরে তিনি বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শন করেন। এসময় তিনি সাভারের কেন্দ্রীয় গ্রো প্রজনন দুগ্ধ খামার ও বিএলআরআইএর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ