32 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » একদিনে করোনায় আক্রান্ত ৯ লাখ ৩৯ হাজার ৯৯১, মৃত্যু ২ হাজার ৭৮০

একদিনে করোনায় আক্রান্ত ৯ লাখ ৩৯ হাজার ৯৯১, মৃত্যু ২ হাজার ৭৮০

করোনায় আক্রান্ত

বিএনএ,বিশ্ব ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ৯৯১ জন ও মারা গেছেন ২ হাজার ৭৮০ জন।  করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার মঙ্গলবার ( ২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে,  মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত  সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৯৯১ জন। ওইদিন ২ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত  বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখের অধিক। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখ ৫১ হাজার।

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৮৫৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৪ হাজার ২৪৭ জনের।

ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২১ হাজার ৭২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৮ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৫২ হাজার ৩৪১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ১২ জনের।আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। ওই দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ২৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৮২১ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৫৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৭১ জন। এতে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য। 

আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছুদিন আগেও বিশ্ববাসীকে ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল ।

Total Viewed and Shared : 143 


শিরোনাম বিএনএ