16 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অবক্ষয়িত সমাজে ব্যক্তিত্বে সৃষ্টিতে’র মত গ্রন্থ আলোর পথ দেখাবে

অবক্ষয়িত সমাজে ব্যক্তিত্বে সৃষ্টিতে’র মত গ্রন্থ আলোর পথ দেখাবে

অবক্ষয়িত সমাজে ব্যক্তিত্বে সৃষ্টিতে’র মত গ্রন্থ আলোর পথ দেখাবে

বিএনএ, চট্টগ্রাম: অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তৃতীয় চোখ প্রকাশন আয়োজিত লেখক ও সংস্কৃতিকর্মী নিজামুল ইসলাম সরফী রচিত “ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম” গ্রন্থের পাঠ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ, ইষ্ট ডেল্টা ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

তিনি বলেন “সমাজকে অবক্ষয়ের হাত থেকে তুলে আনার ক্ষেত্রে নিজাম সরফীর গ্রন্থ “ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম” নি:সন্দেহে সমাজকে আলোকিত করবে। সমকালিন চট্টগ্রামকে ধারণ করে ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম গ্রন্থটি পূর্ণাঙ্গভাবে না হলেও সহায়ক গ্রন্থ হিসেবে এটি ভবিষ্যতের গবেষকদের জন্য একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে।

এই বিদগ্ধ পন্ডিত আরও বলেন- প্রফেসর মোজাফফর আহমেদ চট্টগ্রামে যে কাজগুলো শুরু করেছেন আমি সেগুলো এগিয়ে নিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সুজন, সুশাসনের জন্য নাগরিক সংগঠনগুলোকে সক্রিয় রেখে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন মোহীত উল আলম বলেন- নিজামুল ইসলাম সরফী বহুদিনের পরিচিত লেখক ও সংগঠক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তার সাংগঠনিক দক্ষতা চোখে পড়ে। বর্তমানে লেখালেখিতে সক্রিয় আছেন। তাঁর গ্রন্থটি চট্টগ্রামের হাজার বছরের কৃতি সন্তানদের স্মরণের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে সমাদৃত হবে। এটির মুদ্রণ সৌকর্য ও বিন্যাসে সুন্দর গ্রন্থ হয়েছে। একটি নির্দিষ্ট সময়কালকে ধারণ করলেও এটির গুরুত্ব কোনভাবে খাটো করা যাবে না।

সাংবাদিক ও সংগঠক রাশেদ রউফ বলেন- এই গ্রন্থে চট্টগ্রামের কৃতিব্যক্তিত্ব অনেকেই উঠে না আসলেও পরবর্তী সংস্করণে এটি একটি পূর্ণাঙ্গ মূল্যায়নমূলক গ্রন্থ হয়ে উঠবে।

তৃতীয় চোখ প্রকাশক কবি আলী প্রয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রনজিৎ কুমার দে, গবেষক এ ওয়াই এম জাফর, শিক্ষক অজিত কুমার আইচ, ডা. দিলীপ দে, মুক্তিযোদ্ধা লেখক সিরু বাঙালি, কবি গল্পকার বিপুল বড়ুয়া, লেখিকা নারীনেত্রী ফরিদা ফরহাদ, মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত সাহিত্যিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, কথাসাহিত্যিক আজাদ বুলবুল, সাহিত্যতাত্ত্বিক শাকিল আহমদ, শিক্ষক প্রশিক্ষক লেখক শামসুদ্দিন শিশির, আনিসুল ইসলাম রিয়াদ, বরকত শফি শিবলী, উপল দে, ফারজানা রুমা, সাবরিনা তানিয়া ও গ্রন্থের লেখক নিজামুল ইসলাম সরফী।

বিএনএনিউজ/ সাইদুল আজাদ/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ