বিশ্ব ডেস্ক: রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) সকালে সিত্তওয়ের মায়োমা আউটডোর মার্কেটে একটি আর্টিলারি শেল বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর মিয়ানমার নাও।
খবরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দাবি করা হয়, শহরটির আহ নাউক সান পিয়া ওয়ার্ডের কাছে একটি নৌ ঘাঁটি থেকে শেলটি ছোঁড়া হয়, যেখানে মিয়ানমার সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন (আইবি) ২০ অবস্থান।
“ছয় বা সাত জন মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছে, তবে আমাদের কাছে এখনও সঠিক সংখ্যা নেই,” একজন স্থানীয় ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বরাত দিয়ে বলেছেন।
সিত্তওয়ের অন্যান্য বাসিন্দারা বলেছেন যে জান্তা বাহিনী অন্তত তিনবার একাধিক রকেট লঞ্চ নিক্ষেপ করেছে, কিন্তু তারা জানে না যে কোনও পাল্টা গুলি হয়েছে কিনা।
আরও পড়ুন: রাখাইনের রামরি শহরে ব্যাপক বিমান হামলা মিয়ানমার জান্তার
বিএনএ,এসজিএন/হাসনা