17 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ডিএপিএফসিএলের এমডি আব্দুল হাকিমকে বদলি

ডিএপিএফসিএলের এমডি আব্দুল হাকিমকে বদলি


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম):  ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি) মোঃ আবদুল হাকিমকে বদলি করা হয়েছে। তাকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি) কেপিএমএল ও অতিরিক্ত দায়িত্ব কেআরসিএল চন্দ্রঘোনা রাঙ্গামাটিতে বদলি করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিসিআইসির চিফ অব পার্সোনালের পক্ষে উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মাদ সারোয়ার জাহান স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এই বদলির আদেশ দেয়া হয়। তবে দপ্তরাদেশে কী কারণে বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। বিসিআইসির এক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র আরো জানা যায়, ডিএপিএফসিএল’র নতুন এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন এএফসিসিএল আশুগঞ্জ মহাব্যবস্থাপক ( অপারেশন) বাদল কুমার বণিক।

বিসিআইসি সূত্র জানা যায়, মোঃ আবদুল হাকিম ১৯৯৪ সালে বিসিআইসিতে যোগদান করেন। তিনি ২০২১ সালের ২২ মার্চ মহাব্যবস্থাপক (উৎপাদন) পদে পদোন্নতিপ্রাপ্ত হন। পরে ২০২৩ সালের ১জানুয়ারি ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন।

বদলির বিষয়ে নিশ্চিত করে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম বলেন, আমাকে বদলি করা হয়েছে। তবে এখনও আমি অফিস করছি।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি/এইচ মুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ