18 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আইআইইউসিতে উপমহাদেশের হাদীস শাস্ত্রে আলেমদের অবদান সেমিনার অনুষ্ঠিত

আইআইইউসিতে উপমহাদেশের হাদীস শাস্ত্রে আলেমদের অবদান সেমিনার অনুষ্ঠিত

আইআইইউসিতে উপমহাদেশের হাদীস শাস্ত্রে আলেমদের অবদান সেমিনার অনুষ্ঠিত

বিএনএ, চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ( আইআইইউসি ) এর সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘হাদীসে নববীতে ভারতীয় উপমহাদেশের আলেমদের অবদান’ বিষয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সানাউল্লাহ নদভী । তিনি তার বক্তব্যে হাদীস শাস্ত্রের গুরুত্ব, ভারত বর্ষে ইসলামের আগমন, হাদীস শাস্ত্রে উপমহাদেশের আলেমদের ভূমিকা বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, উপমহাদেশের আলেমদের হাদীস শাস্ত্রে এতো মূল্যবান কাজ আছে যাদের স্বীকৃতি দিতে আরব স্কলাররা পর্যন্ত বাধ্য হয়েছেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির শরীয়াহ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাদীস বিভাগের অতিথি শিক্ষক ড. মুসলেহ উদ্দিন।
সেমিনারে স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্য রাখেন সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হক নাদভী।

সেমিনারে উপস্থিত ছিলেন কুর’আনিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান হারুনুর রশিদ, এসিসট্যান্ট প্রফেসর ড. লুৎফুর রহমান আজহারী। সায়েন্সেস অব হাদীস আ্যন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম, এসিসট্যান্ট প্রফেসর সেলিম উদ্দিন, লেকচারার মোহাম্মদ বেলাল মাদানী, লেকচারার এহতেশামুল হক মাদানী, লেকচারার শায়খুল আজম আবরার ও শিক্ষার্থীরা। সেমিনার সঞ্চলানা করেন সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার সাইয়েদ নূর আজহারী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ