22 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভার রাজুরবাজার এলাকা থেকে সাফায়েত (৩৩) নামের এক মাছ-ব্যবসায়ী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার(২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি রাইস মিলের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাফায়েত পৌরসভার বালুয়াখালি মহল্লার ওমর আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলার জামিন প্রাপ্ত আসামী ছিলেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সাফায়েত গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেন নাই।  রোববার (২৯ জানুয়ারী) লোকজন রাজুরবাজার এলাকার বাহিরপাড়া মহল্লার একটি বন্ধ রাইসমিলের কাছে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েলসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। সাফায়েতের গলায় কাটা দাগ রয়েছে। পূর্বশক্রুতার জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, সাফায়েত হোসেন কৃষক লীগ নেতা এ কে এম মাসুদ ফারুক হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। ২০১৮ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় শহরের রাজুরবাজার বালুয়াখালি এলাকায় মাসুদ ফারুককে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের ছোট ভাই আবুল খায়ের বাদী হয়ে সাফায়েতসহ ২০ জনকে আসামী দিয়ে থানায় মামলা করেন। পুলিশ সাফায়েত হোসেনকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করে। পরে তিনি জামিনে ছাড়া পান।

 

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ