21 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ১ লাখ টাকার জাল নোটসহ ২ জন গ্রেপ্তার

১ লাখ টাকার জাল নোটসহ ২ জন গ্রেপ্তার

১ লাখ টাকার জাল নোটসহ ২ জন গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ১ লাখ টাকার জালনোটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ২৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ভূজপুর থানার গড়াভাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে মো. হেলাল (২২) ও নগরের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ তৈয়ব সোসাইটি ওয়ার্ড ভিউ স্কুল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দিন (২১)।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকার ওয়াদুদ হোটেলের সামনে অভিযান চালিয়ে ১ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ