22 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

সাকিব

বিএনএ স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম ম্যাচে সাকিবের ফরচুন বরিশালের মুখোমুখি মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। টস জিতে সাকিবের ফরচুন বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনা টাইগার্স।

অন্যদিকে তারকায় ঠাঁসা ফরচুন বরিশালের অবস্থান চার নম্বরে। সাকিবের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ৩ ম্যাচে জয় পেয়েছে কেবল ১টি।

আজ দুই দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে। আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা। আগের দিন চট্টগ্রামের বিপক্ষে পরে ব্যাট করে জয় পাওয়াটাও এর কারণ হতে পারে।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ শরিফুল্লাহ।

ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহীদ হৃদয়, নুরুল হাসান, ইরফান শুক্কুর, জিয়াউর রহমান, জ্যাকব লিন্টট, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ