25 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ‘গরম ভাতের গন্ধ’

‘গরম ভাতের গন্ধ’


বিনোদন ডেস্ক : গরম ভাতের গন্ধ। নির্মাতা সকাল আহমেদের নতুন নাটক। এতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে মোশাররফ-মম জুটিকে। নাটকটি রচনা করেছেন ইসরাত আহমেদ।

নাটকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ বলেন, ‘গরম ভাতের গন্ধ, নাম শুনলেই বোঝা যায় একটু অন্য রকম গল্পের নাটক। গল্পটা আপাতত বলতে চাচ্ছি না। শুধু এতটুকু বলি, মোশাররফ করিমকে দর্শক এ নাটকে নতুনভাবে আবিষ্কার করবেন। সঙ্গে মমর অসাধারণ অভিনয়ও দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে একটি অসাধারণ চিত্রনাট্যে আমরা কাজ করেছি। মনস্তাত্তি¡ক জটিলতার গল্প নিয়ে মূলত এ নাটক। আমাদের জীবনের বাইরের কোনো গল্প নয়। নাটক দেখে যারা আসলেই ভাবিত হতে চায়, তাদের ভাবনার খোরাক হতে পারে নাটকটি।’ মোশাররফ করিমের মতো মমও নাটকটি নিয়ে বেশ আশাবাদী।

নাটকে মাসুম বাশার, শেলী আহসানসহ আরো অনেকে অভিনয় করেছেন। ক্যামেরাম্যান হিসেবে নেহাদ, মেকআপ আর্টিস্ট হিসেবে রবি ও প্রডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন বিল্লাল। নির্মাতা সকাল আহমেদ জানান, বেশ কয়েকটি চ্যানেলই নাটকটি প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, মোশাররফ করিম এরই মধ্যে ‘গাঙকুমারী’ সিনেমার কাজ শুরু করেছেন। আগামী মার্চে আবারো তিনি এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এদিকে মম সম্প্রতি রুলীন রহমানের পরিচালনায় আরো একটি নাটকের কাজ শেষ করেছেন।

Loading


শিরোনাম বিএনএ