বিএনএ, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরের আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নূর মোহাম্মদ (২৮) ও কুদ্দুস (৩২) নামের দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান এবং নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস বলেন, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ই দুজনকে আটক করা হয়। তারা মালিবাগ থেকে কাভার্ড ভ্যানে করে ইয়াবাগুলো নিয়ে কমলাপুর যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে দক্ষিণ শাহজাহানপুরে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে কাভার্ড ভ্যানটিকে সংকেতের মাধ্যমে থামিয়ে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় দুজনকে।
বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।