বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের দিল্লিতে ইসরায়েলি দূতাবাস সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ওই দূতাবাসে বিস্ফোরণ হলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবশ্য এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ‘চরিত্র’ আঁচ করতে দিল্লি পুলিশের ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা গেছে, ইসরায়েলি দূতাবাসের প্রায় দেড’শ মিটার দূরে আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের সময় আড়াই কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল। সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনি তৈরি করে দিল্লি পুলিশ।
বিএনএনিউজ/জেবি