16 C
আবহাওয়া
১১:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

বিএনএ,ঢাকা:চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বাউন্ডারি দেয়াল ধসে বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার(২৯ জানুয়ারি)দুপুর ২টার দিকে আগ্রাবাদের ডেবার পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহীদুল্লাহ (৭০) ও আল আমিন (৩৫)।শহীদুল্লাহ পিডিবির গাড়িচালক ছিলেন।আল আমিন আগ্রাবাদের বেতারকেন্দ্র এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ সংবাদ মাধ্যমকে জানান, ডেবার পাড় রেলওয়ে জামে মসজিদের পাশের একটি সীমানা দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া দুজন জুমার নাম আদায় করে বাসায় ফিরছিলেন।দেয়াল ধসে ঘটনাস্থলে একজনের এবং অন্যজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে স্থানে সীমানা দেয়াল ভেঙে পড়েছে সেটি খালি জায়গা।জায়গাটির দাবিদার বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ সেটির দখল নিয়ে লিজ দিয়েছে।সেখানে স্থাপনা নির্মাণের জন্য স্ক্যাভেটর দিয়ে বালু সরানো হচ্ছিল।এতেই এই দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ