বিএনএ,ঢাকা:চট্টগ্রাম সিটি নির্বাচনে নামেমাত্র অংশগ্রহণ করে বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।অধিকাংশ কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার(২৯ জানুয়ারি)রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে,মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের আরও বলেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে এবং নির্বাচনী আমেজ সৃষ্টি করলেই বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা থাকত।তারা নির্বাচনে অংশ নিয়ে ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।যেখানে কেন্দ্রে তাদের এজেন্টই ছিল না সেখানে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন।চট্টগ্রাম সিটি নির্বাচনে নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকে বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে যে ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন তা দলটি ক্ষমতায় থাকাকালিন কেউ পায়নি।নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতারা শিষ্টাচারবিরোধী বক্তব্য দিচ্ছেন।কোনো রাজনৈতিক দলের মুখে এ ধরনের কথা মানায় না বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,দলের নাম ব্যবহার করে অনেকে অপকর্ম করার চেষ্টা করছে।যে কোনো অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা অত্যন্ত কঠোর।দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।ফ্রি স্টাইলে চলার সুযোগ নেই।যারা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকবে,তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।একজন ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবে না।আগে যদি কোনো সহযোগী বা অন্য কোনো কমিটিতে নাম থাকে, তাহলে পদত্যাগ করে আসতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন,যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং এখনও মাঠে আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান স্পষ্ট।বিদ্রোহীদের যারা উসকানি দিচ্ছেন তাদেরও একই শাস্তি পেতে হবে।
এসব বিদ্রোহী ও উসকানিদাতাদের অনতিবিলম্ব সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন,না হয় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দল।
তিনি বলেন,বর্তমান সরকার নারীবান্ধব সরকার, নারীদের সংঘবদ্ধ করে এগিয়ে নেয়া সরকারের অঙ্গীকার।নারীর অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না।তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনএনিউজ/আরকেসি